রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার, চোর চক্রের ২ সদস‍্য আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার ও চুরির অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব- ৬। শনিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিপ্লব হোসেন (১৯) এবং মেহেদী হাসান শান্ত (২৩)। তারা উভয়ই খুলনা সদরের বাসিন্দা ।
জানা যায়,গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখ রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫,৫০০ কেজির অধিক মূল্যবান লৌহ সামগ্রী লুট হয়ে যায় । যার আনুমানিক বাজার মূল্য ৩,২০,০০০ টাকা।
এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সাইড ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *