গোপালগঞ্জ কারাগারে বসে দাখিল পরিক্ষা দিলেন এক পরিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা কারাগারে বসে দাখিল পরীক্ষা দিচ্ছেন আরমান মোল্লা নামে এক শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ও গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসার তত্বাবধানে পরীক্ষা দিয়েছেন তিনি। সে চুরিসহ একাধিক মামলায় গোপালগঞ্জে কারাগারে রয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার্থী আরমান মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। সে এবছর উপজেলার উজানী আজিজিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছেন।

জেল সুপার আল মামুন জানান, আজ রোববার থেকে সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আরমান মোল্লা গোপালগঞ্জ জেলা কারাগারে বসে দাখিল পরিক্ষা দিচ্ছেন। তার বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। ওই শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিই। এমনকি, কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরীক্ষার তত্বাবধানে রয়েছে গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসা।

গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আর মারুফ বলেন, মাদ্রাসা বোর্ডের নির্দেশে আমরা কারাগারে থাকা ওই শিক্ষার্থীর পরিক্ষা নিচ্ছি। সে মুকসুদপুর উপজেলার উজানী আজিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। কোন এক মামলায় কারাগারে আসার পর তারা আদালতে আবেদন করেন। পরে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হয় তার পরিক্ষা নিয়ে খাতাপত্র বোর্ডে পাঠানোর জন্য। আজ সেখানে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একজন শিক্ষক, জেলা পুলিশের দুই সদস্য ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সহ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি তে সুন্দর ভাবে তার পরিক্ষা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: গোলাম কবির বলেন, আমরা কোর্টের নির্দেশ ও কারাবিধি মেনে তার পরীক্ষা নিচ্ছি। তার পরিক্ষা নিতে কোন সমস্যা হয়নেইই। আমরা সুন্দরভাবে তার পরীক্ষা নিতে পেরেছি। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *