এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ( বরিশাল ) প্রতিনিধি।। শনিবার ২৯ এপ্রিল সকাল ১০ টায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের উদ্যোগে “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” বিষয়ক প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। আলোচনায় অংশ নেন নাগরিক উদ্যোগের এরিয়া সমন্বয়কারী মোঃ মহসিন মিয়া, আর জে এম এফ এর সদস্য ফিরোজা বেগম, মোঃ ফারুক বিশ্বাস, কমিনিউটি প্যারালিগ্যাল কমিটির (চাখার) সদস্য পরিতোষ রায়, বাইশারীর মোসা. সুমাইয়া, হিসাব রক্ষক রাজিব, সমাজসেবক কহিনুর, কলেজ শিক্ষার্থী মিতু আক্তার প্রমূখ।#
বানারীপাড়ায় “বঙ্গবন্ধু স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” বিষয়ক প্রকল্পের আলোচনা সভা

Leave a Reply