January 15, 2025, 9:40 am
বাবুল হোসেন,পঞ্চগড়,
পঞ্চগড়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় আহত নিশান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত নিশান উপজেলার সদর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।
এর আগে ওই দিন বিকালে পঞ্চগড় সদর উপজেলার বাংলাদেশ চীন মৈত্রী সেতু এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের দিন বিকেলে পঞ্চগর সদরের বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নিশান। বিকালে মোটরসাইকেল চালিয়ে জগদলে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে মাথায় গুরুতর আঘাত নিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইমরান নিশ্চিত করেন।