January 15, 2025, 4:56 am
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৮ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১২:০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন চক জয়কৃষ্ণপুর এলাকা হতে ক।ট্যাম্পেন্ডল ট্যাবলেট ৩১০ পিস,খ। নগদ অর্থ-৫১০ (পাঁচশত দশ) টাকা সহ অভিযুক্ত মাদক কারবারী মোঃ মামুনুর রশীদ (৩৯), পিতা- মৃত আব্দুল করিম, সাং-চক জয়কৃষ্ণপুর, থানা-জয়পুরহাট, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত মোঃ মামুনুর রশীদ (৩৯) চক জয়কৃষ্ণপুর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি চৌকশ অপারেশন দল চক জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেটসহ আসামীকে আটক করে।
পরবর্তীতে ধৃত আসাডমীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।