মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদ পুনর্মিলনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাচ্ছী গ্রামে দিনব্যাপী মূরগ লড়াই, বালিশ ফাঁকি, যেমন খুশি তেমন সাজো, বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধূলা শেষে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
দোগাচ্ছী যুব উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও উক্ত সমিতির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, পিয়ারসর্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম, যুব উন্নয়নের সাধারণ সম্পাদক রায়হান আলী প্রমুখ।
Leave a Reply