জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”।

এ উপলক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও অপরাজেয় বাংলাদেশের যৌথ আয়োজনে শুক্রবার(২৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন, নারী নেত্রী তাহমিনা বেগম, নলছিটি থানার এসআই ইউসুফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কেএম মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *