রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আকবর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভায় অবৈধভাবে নদী খালে বাঁধ, নেটপাটা দিয়ে স্রোতের প্রবাহ বন্ধ রাখা ও ভূগর্ভ থেকে বালি উত্তোলনের বিষয়সহ মাদক ও জুয়ার বিষয়ে আলোচনা হয়। এগুলো বন্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়া হবে বলে সভাকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *