গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পেয়ে বিষ পান করা কৃষককে খাদ্য সহায়তা প্রদান। ঘটনার পুনঃরায় তদন্তের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের বিষপানে আত্মহত্যার চেষ্টাকারি মুকুল সরেনের স্বাস্থ্যগত অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ইউএনও। বুধবার সকাল ১০ টার দিকে তার বাড়ী গিয়ে খোঁজ নেন এবং তার হতে চাল, ডাল ও তেল সহ কিছু শুকনো খাবার তুলে দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, ভূমি কমিশনার ( ভূমি) মোঃ সবুজ হাসান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল

এদিকে বোরো ধানের জমিতে সেচের পানি না পাওয়াকে কেন্দ্র করে বিষ পানের বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, সংশ্লিষ্ট দেওপাড়া ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে পুনঃরায় সঠিক ভাবে তদন্ত ৭ কর্ম দিবসের রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল এ ব্যপারে পুনঃরায় তদন্ত কমিটি গঠন করার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত চলছে, আমরা তদন্ত করে যথাসময়ে প্রতিবেদনের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, কৃষকদের সচেতেন হতে হবে। জমিতে সেচের পানি না পেলে, ইউএনও, ওসি, আমার নিকট অভিযোগ করবেন। আমরা বিষয়টি দেখবো। এজন্য কেউ যেন বিষ পান না করে সে পরামার্শ দেন এ মানবিক চেয়ারম্যান।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *