লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমানসহ দুই জনকে গুলি করে হত্যা

নাজিম উদ্দিন রানাঃ
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে।গুলিবিদ্ধ অবস্থায় রাকিব কে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

সোমবার (২৫ এপ্রিল) রাত পৌণে ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা নোমানের মৃতদের সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা গুরুতর। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হলে পথে রাকিব মারা যান।

রাত ১০ টার ৫৫ মিনিটের দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।

এই ঘটনায় লক্ষ্মীপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ
সাংবাদিকদের বলেন, দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনে আমি সদর হাসপাতালে এসেছি ঘটনাস্থলে র‍্যাব সহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাবো। শীঘ্রই আমরা তদন্ত করে সন্ত্রাসীদের সনাক্ত করে আইনের আওতায় আনবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *