জনগণ সুযোগ দিলে ২২নং ওয়ার্ডে অসমাপ্ত কাজ সমাপ্ত করব উঠান বৈঠকে, কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল

রাসেল শেখ গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পর থেকেই কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচার-প্রচরণায় ব্যস্ত হয়ে পড়েছেন। সিটি নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। রফিকুল ইসলাম মন্ডল ২২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মুরুব্বিদের নিয়ে উঠান বৈঠক করছেন।

মঙ্গলবার (২৫) এপ্রিল ২২নং ওয়ার্ডের গজারিয়া পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয়’রা বলেন, রফিকুল ইসলাম মন্ডল একজন সাদামাটা মনের মানুষ। তিনি ২২নং ওয়ার্ডের গরিব অসহায় মানুষদের যে সাহায্য সহযোগিতা করেছেন তা আর কাউকে করতে দেখা যায়নি। তাই আমি বলব যদি সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চান তাহলে অবশ্যই আপনার মূল্যবান ভোট রফিকুল ইসলাম মন্ডল কে দিবেন।

কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল বলেন, আমার সাধ্যমতো ২২নং ওয়ার্ডের মসজিদ-মাদ্রাসা ও গরিব অসহায় পরিবার গুলোর পাশে ছিলাম এবং যতদিন বেঁচে থাকব তত দিন আমি সেই দায়িত্ব পালন করে যাবো। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন ২২নং ওয়ার্ডের নাগরিকরা বর্তমানে নানা সমস্যায় রয়েছে। তাদের উন্নয়নে যে পরিমাণ বরাদ্দ এসেছে, তার ছিটে ফোঁটাও নাগরিকদের উন্নয়নে ব্যয় করা হয়নি। আমি কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিক চাহিদা অনুযায়ী উন্নয়ন করে যাবো। পাঁচটি গ্রামের এখনো অনেক রাস্তা ড্রেন করা হয়নি,বন বিভাগের উপর দিয়ে যে রাস্তা গুলো আছে বিগত কাউন্সিলর’রা তা করতে সম্ভব হয়নি,আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে,আমি মন্ত্রী, মেয়র,সহ যেখানে গেলে এ রাস্তাগুলা করা সম্ভব সেখানে যাব,বর্ষা এলে হাজার হাজার শ্রমিক এই কাদা দিয়ে কর্মস্থলে যেতে পারে না,আমি জয়ী হলে এই রাস্তা গুলো আগে কাজ দরবো কথা দিয়ে গেলাম, তিনি আরো বলেন,ডিজিটাল বাংলাদেশে তরুণরাই আগামীর ভবিষ্যৎ। সরকার তাদের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। তরুণদের চাহিদা মতোই আমি সিটি করপোরেশন গড়ব। তরুণরা যেন প্রযুক্তি ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারে সে ব্যবস্থা নেবো।

এ সময় উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ডের পাঁচটি গ্রামের মুরুব্বী তরুণ ও স্থানীয় সাধারণ জনগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *