January 15, 2025, 11:01 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় পুত্র বেঁচে থাকলেও নিহত হয়েছে পিতা।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার,আগৈলঝাড়া-বাশাইল সড়কের মাগুড়া বাজারের পূর্ব পাশে ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরের একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পার্শবর্তি মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে ব্যবসায়ী লিটন মিয়া (৫৫) ও তার ছেলে কলেজ ছাত্র মোঃ জানেআলম ওরফে নিরব (১৮) গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে অজ্ঞান হয়ে যায়।ঘটনার পরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। স্থানীয়রা পিতা ও পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.গোলাম মোশের্দ সজীব, আহত অবস্থায় আনা পিতা লিটন মিয়াকে মৃত ঘোষণা করে। পুত্র নিরবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।