বানারীপাড়ায় ঈদে এবার নেতাদের উপস্থিতি কম

এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় এবারের ঈদে নেতাদের উপস্থিতি কম দেখা গেছে। বর্তমানে সংসদ সদস্য মোঃ শাহে আলমকে দেখা গেছে এলাকায় কর্মী, হতদরিদ্রদের পাশে। তিনি প্রধান মন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৪৬ জন নেতা, কর্মী ও দুস্থদের, পৌরসভা সহ ৯ টি ইউনিয়নে ১০ কেজির সরকারি চাল ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এবং প্রায় আড়াই হাজার কর্মীকে ঈদ উপহার পাঠিয়েছেন।

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক অসুস্থতার জন্য এলাকার বাইরে আছেন। পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষচন্দ্র শীল সরকারি ভাবে প্রধান মন্ত্রীর ঈদ উপহার তার ৯টি ওয়ার্ডে বিতরণ করেন অন্য নেতৃবৃন্দকে এলাকায় দেখা যায়নি। উপজেলা সদরে তেমন কোন পোস্টার ব্যানার চোখে পড়েনি। মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা ছিল নেতৃবৃন্দকে এলাকায় কর্মী ও অসহায়দের সাথে যোগাযোগ রাখার। দলীয় কর্মকান্ড ও উন্নয়নের কথা প্রচার করার জন্য। সেটি মুলত পরিলক্ষিত হয়নি।
এ বছরের শেষে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেদিক লক্ষ্য রেখে নেতাদের এলাকায় থাকা বাঞ্ছনীয় ও ছিল। কিন্তুু কোন দলেরই সে কার্যক্রম দেখা যায়নি। এবারের নির্বাচন কঠিন হবে আশা যায়। জনগণের ভোট পাওয়ার ক্ষেত্রে নেতাদের কর্মকান্ড নেই। ইতোপূর্বের ঈদের পূর্ব থেকেই নেতারা নিজের প্রধান্যতা বুঝাতে বিভিন্ন প্রচার-প্রচারনা করতে দেখা গেছে। এবছর তেমনটি দেখা যায়নি। কর্মীদের মধ্যেও কিছুটা হতাশা দেখা দিয়েছে। এমনটি বলেছেন নাম প্রকাশে অনেক কর্মিরা।

একই বিষয় মন্তব্য রয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীদের মধ্যেও।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *