এম এ আলিম রিপন সুজানগর ঃ আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে ইসলামী সংগীত,কবিতা আবৃত্তি ও দর্শনীয় ছবির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও মিলনমেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ পুরস্কার বিতরণী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক অজয় সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান। আয়োজকদের মধ্যে আমরা সুজানগরবাসী গ্রুপের এডমিন সেলিম রেজা,আসাদুজ্জামান আসাদ,নাজমুল খান টিটু,শারমিন মুন্নী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমরা সুজানগরবাসী গ্রুপের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের এ ধরণের ভাল উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখ্য দ্রুত সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপটি বিভিন্ন দূর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো,সাধারণ মানুষের সেবায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা, শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ হতদরিদ্র ও দুঃস্থদের কল্যাণে তারা তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আমরা সুজানগরবাসী ফেসবুক গ্রুপের এডমিন সেলিম রেজা, আসাদুজ্জামান আসাদ ও নাজমুল খান টিটু জানান, এ ধরণের কার্যক্রম অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে ইনশআল্লাহ। আর এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।
Leave a Reply