স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘর মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে। দূয্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসস এ সহায়তা প্রদান করে।
আজ সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ২৫ জন দোকান ঘর মালিক ও ২০ জন ভাড়াটিয়া দোকানীদের হাতে সাহায্যের ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক, ৭৫ বান্ডিল ঢেউটিন ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিকে তিন বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা ও একটি খাদ্য সহায়তা প্যাকেট এবং ভাড়াটিয়া দোকানীর প্রত্যেককে নগদ সাড়ে সাত হাজার টাকা ও সম পরিমান একটি খাদ্যা সহায়তা প্যাকেট দেয়া হয়।
ত্রাণ ও সহায়তা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি মো: আজাহারুল ইসলাম, ডিআরআরও আশরাফুল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সহায়তা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব হয়। তারপরেও সামান্য এ সহায়তা দিয়ে আপনার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। আশা করি আপনার সহায়তা পাবেন। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এটা শানকতা কিনা।
প্রসঙ্গত, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৪টি দোকান পুড়ে যায়। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়। #

Leave a Reply