ডাসারে বাঙ্গালীদের অন্যতম উৎসব চড়ক পূজা অনুষ্ঠিত

রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ বাংলা বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে আর বাংলা বছরের শেষ হয় সংক্রান্তির মাধ্যমে। পয়লা বৈশাখের আগের দিন থাকে চৈত্র সংক্রান্তি। এই দিন হয় চড়ক পূজা বাংঙ্গালীদের অন্যতম উৎসব। চড়ক পূজার ঠিক আগের দিন থাকে নীল ষষ্ঠী। নতুন বছরের প্রথম কয়েকদিন চড়ক পূজার উৎসব চলতে থাকে। দুই শত (২০০)বছর ধরে মাদারীপুর ডাসারের নবগ্রামের ইউনিয়নের দক্ষিণ শশিকরে প্রতি বছরের নেয় কালি বাড়ির মাঠে তিন দিন ব্যপি চড়ক পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার ঐতিহ্য পিঠে বরশী ফুঁরে চড়ক গাছ ঘুরানো হয়। এই চড়ক গাছ ঘুরানো দেখতে মেলায় হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। মেলার সার্বিক পরিচালনা করেন নবগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দুলাল তালুকদার । মেলা কমিটির সভাপতি নবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বিভাস সরকার, সাধারণত সম্পাদক অপুর্ব হালদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *