আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই-ভাতিজা হয়ে থাকতে চাই-তারাকান্দায় নজরুল ইসলাম নয়ন

তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম নয়ন বলেছেন, আমি নেতা হতে চাই না, আমি সবার নজরুল ভাই,চাচা-ভাতিজা হয়ে থাকতে চাই। কোনো অনুষ্ঠানে গেলে আমাকে বড় চেয়ারে বসতে দিলে আমি সেটা সরিয়ে ফেলি। আমার পাশে আমার মুরব্বিদের রেখে আমি বড় চেয়ারে বসতে পারি না। আমি যতদিন বাঁচব, মুরব্বিদের সম্মান করে যাব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। আমাদের এলাকার সাংসদ মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে এ সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। সবাইকে আশ্রয়ণের ঘর দিয়ে তারাকান্দা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

শনিবার (২২এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী হরিয়াগাই ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পুর্বে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বক্তব্য প্রদান কালে নজরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

এসময় তিনি মুসল্লীদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।একমাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান।

নজরুল ইসলাম নয়ন বলেন- ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যানকর। আর আমি সেই ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতেই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *