প্রাক্তন ছাত্রদের ইফতার মাহফিল ও পূনর্মিলনী

ফুলবাড়িয়া প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবছরও ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা রাধাকানাই ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এর ২০১৭ সালের এস.এস.সি ব্যাচের ছাত্রদের উদ্যোগে পবিত্র রমজান মাসে উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইফতারির পর পুরোনো স্মৃতিকে ঘিরে জমে উঠে আড্ডা। নানা ব্যস্ততার আর যান্ত্রিকতার ভিড়েও পরও ভাই, ছোট ভাই ও বন্ধুরা একসাথে মিলিত হয়ে অতীতের স্মৃতি স্মরণ করে নেয়। স্কুল জীবনের ইতি ঘটলেও সবাই যেন এক পরিবারের সদস্য, সে প্রত্যয় নিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা।
উল্লেখ যে, ২০১৭ সালে ৫৫ জন ছাত্র ও ৮০ জন ছাত্রী এস.এস.সি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ও কর্মসংস্থানের সাথে যুক্ত আছে। প্রতি বছর ধারাবাহিকতায় এই বছরেও পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ বন্ধু নিয়ে ইফতার মাহফিল ও পূর্ণ মিলনী আয়োজন করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *