January 15, 2025, 2:43 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম মোল্লা। প্রতিবছরের মত এবারও তিনি ব্যক্তি উদ্যোগে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন।
মনিরুল ইসলাম মোল্লার বাড়ি সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর ঠুনিরডাঙ্গা এলাকায়।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে তার এলাকার কয়েকশ’ পরিবারকে আনুষ্ঠানিকভাবে উপহারস্বরূপ এই ঈদসামগ্রী দেন।
অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় শান্তি সংঘ ক্লাব।সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মোল্লা নিজেই। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আ. লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, আইনজীবি সাইদুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, নুর ইসলাম, নুর বানু বেগম প্রমূখ।
মনিরুল ইসলাম মোল্লা বলেন, সাধ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় সমাজের নিম্নআয়ের মানুষদের মাঝে আমার এই ঈদ উপহার। এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।