মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য ২০ এপ্রিল২০২৩ খ্রিষ্টাব্দ নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের ০৩ (তিন) জন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উক্ত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী অটো ভ্যান ছিনতাই, ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধার, ও আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের বিবৃতি প্রদান করেন এবং নীলফামারী জেলাকে চুরি, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; মুক্তারুল ইসলাম, অফিসার ইনচার্জ, নীলফামারী থানা, নীলফামারী; তাহমিন হক ববি, সভাপতি, প্রেসক্লাব, নীলফামারী ও প্রেসক্লাব নীলফামারীর অন্যান্য নেতৃবৃন্দ সহ নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply