জীবননগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও টাকা সহ গ্রেফতার ০২ জন

আল আমিন মোল্লা
জীবননগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল ও ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকাসহ গ্রেফতার ০২ জন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল মামুনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-১৯/০৪/২৩ তারিখ আনুমানিক ১১.৫০ ঘটিকার সময় জীবননগর থানাধীন পাতরার মাঠস্থ জনৈক টোটন মেম্বারের পুকুরের পশ্চিমপার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ছিনতাইকালে আসামী ১. মোঃ রানা (৩১), পিতা-জসিম মোল্লা, সাং-পাথিলা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানাঃ শ্বশুর মৃত আব্দুর রাজ্জাক, সাং-বাঁকা পূর্বপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি TVS Metro Plus 100 সিসি মোটর সাইকেল এবং ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকা সহ গ্রেফতার করে। বর্নিত বিষয়ে জীবননগর থানায় দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *