January 15, 2025, 12:09 pm
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ হিসেবে (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ইলিশ আহরণে নিয়েজিত মোট ১৫ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ হিসেবে (বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোলও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।