১৫ শতাধিক অসহায় নারী-পুরুষ পেলেন স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ এর ঈদ উপহার

ষ্টাফ রিপোর্টারঃ

১৫ শতাদিক অসহায়, দরিদ্র নারী-পুরুষকে ঈদের শাড়ি-লুঙ্গী উপহার দিয়েছেন নয়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। ঈদে নতুন শাড়ি-লুঙ্গী পেয়ে হাসি ফুটেছে এসব অসহাস ও দুঃস্ত নর-নারীদের মুখে।

বুধবার সকালে স্বাচিপ নেতা বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ আজিজ ময়মনসিংহস্থ তার নিজ এলাকা জন্মস্থান ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ বাড়ির সামনে শাড়ি-লুঙ্গী বিতরণ শুরু হয়। ভোর থেকেই উপজেলার পরানগঞ্জ,সিরতা,চরনিলক্ষিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নারী পুরুষরা এসে ঈদ উপহার শাড়ি-লুঙ্গী নিতে জড়ো হন। পরে স্বাচিপ নেতা , তার ছোট ভাই এইচ এম ফারুক সহ উপজেলা আওয়ামী লীগ ও স্বাচিপ এর নেতারা তাদের হাতে শাড়ি-লুঙ্গী তুলে দেন।

অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, নেতা হওয়ার আগে থেকেই এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারের শাড়ি-লুঙ্গী বিতরণ করে আসছি। আমার মা-বাবাও ঈদ আসলে মানুষকে ঈদে শাড়ী-লুঙ্গী দেওয়াসহ বিভিন্ন উপহার দিতেন। ঈদ আসলে গরীবদের পাশে থাকার মাধ্যমে তিনি ও তার পরিবারের সদস্যরা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করেন।

তার তার ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, এলাকার হতদরিদ্র মানুষগুলোর প্রত্যাশা থাকে ঈদ উপহারের। আমাদেরও ভালো লাগে উপহার দিতে। সেই ভাললাগা থেকেই আমরা পরিবারের পক্ষ থেকে উপহার তুলে দেই।

এদিকে শাড়ি নিয়ে হাসিমুখে দলে দলে বাড়ী ফিরে গেছেন নারী-পুরুষরা। শামীমা খাতুন নামের এক নারী উপহার পেয়ে বলেন, নতুন শাড়ি পেয়ে খুবই ভাল লাগছে।

এসময় উপস্হিত ছিলেন জেলা স্বাচীপ সাধারন সম্পাদক ডাঃ হোসাইন গোলন্দাজ তারা, জেলা যুবলীগ যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, যুবলীগ নেতা এসকে শান্ত, রাজিব, এ কে আকাশ, আক্কেল সহ অন্যান্য নেতাকর্মী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *