মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে প গড়ের তেঁতুলিয়ায় ঈদ উপহার বিতরণ করেছে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প গড়-১ ও সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ প গড় আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গরীব, অসহায় ও দরিদ্র লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প গড় সদর পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী প্রমূখ।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, সেমাই, চিনি, সয়াবিন তেল, চিনিগুড়ার চাল।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী আমরা সাধ্যমতো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের নেত্রীর কথা হচ্ছে মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র এবং বাসস্থানের অভাবে কেউ থাকবে না। ইতিমধ্যে আমাদের সরকার গরিব মানুষের পাশে আছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ইতিপূর্বেও আমি সামর্থ্য অনুযায়ী এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আবারও থাকার সুযোগ পেয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
মুহম্মদ তরিকুল ইসলাম

Leave a Reply