নড়াইল মতুয়া মিশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি \

নড়াইল জেলা মতুয়া মিশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক
মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল
সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান মতুয়া
মিশন নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক বিশিষ্ট মতুয়া সংগঠক অসীম পাল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক
বাসুদেব পাল, অর্থ বিষয়ক সম্পাদক অসিত মজুমদার, প্রচার সম্পাদক অশোক
বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ সরকার, মতুয়া নেপাল গোসাই, উপদেষ্টা
অধ্যাপক রমেশ অধিকারী, সুরঞ্জন গুপ্ত, শেখহাটি ইউনিয়ন সভাপতি মতুয়া দীপক
অধিকারী, শিঙ্গাশোলপুর ইউনিয়ন সভাপতি বরুণ কুমার বালা, নড়াইল পৌর সভাপতি
বিজন বিশ্বাস প্রমূখ।
নড়াইল জেলা মতুয়া মিশনের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক বিশিষ্ট মতুয়া অসীম পাল বলেন,বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রদায়
সবসময় সম্প্রীতি অক্ষুন্ন রেখে চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু
সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়।সমাজ থেকে কুসংস্কার,অবিচার,
হিংসা দূরীকরণে মতুয়া মিশনের লোকজন কাজ করে যাচ্ছে। মতুয়ারা সামাজিক
উন্নয়নে এবং ভালো কাজে সবসময় অংশীদার হতে চায় বলে জেলা প্রশাসককে অবহিত
করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *