কালকিনিতে হ‌কি‌স্টিক ও হাতু‌ড়ি দি‌য়ে হাত-পা ভে‌ঙ্গে দেওয়ার অ‌ভি‌যোগ

রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপু‌রের কাল‌কি‌নির পৌরসভার টোল আাদায়করেন জাহাঙ্গীর মোল্লা তাকে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ হাওয়া গেছে।
ভুক্তভুগী ও পুলিশ সুত্রে জানাজায়, পৌরসভার ১ নং ওয়া‌র্ডের দ‌ক্ষিন রাজদী গ্রামের এসলাম মোল্লার ছে‌লে মোঃ জাহাঙ্গীর মোল্লার কা‌ছে চাঁদা চাওয়ায় চাঁদা না দি‌তে অস্বীকৃ‌তি জানা‌লে গতকাল ১৭এ‌প্রিল সোমবার রা‌ত্রে পৌরসভার পাঙ্গা‌শিয়া গ্রা‌মের হা‌বিব হাওলাদার ও তার ছে‌লে বেল্লাল হাওলাদারসহ দলবল নিয়ে সন্ত্রাসী কায়দার হাতু‌ড়ি ও হ‌কি‌স্টিক দি‌য়ে হামলা করে জাহাঙ্গীর মোল্লার হাত-পা ভে‌ঙ্গে দি‌য়ে‌ছে।
এ সময় স্থানীয়রা উদ্ধার ক‌রে কাল‌কি‌নি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। জাহাঙ্গীর গুরুতর অবস্থায় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন আ‌ছে।
এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি থানায় এস.আই মোঃ মিঠু ফ‌কিন ব‌লেন`গুরুতর আহত জাহাঙ্গীর বাদ‌ী হ‌য়ে হামলাকারী হা‌বিব হাওলাদার ও বেল্লাল হাওলাদারসহ ৯জ‌নের বিরু‌দ্ধে এক‌টি মামলা হ‌য়ে‌ছে,আসামী ধরার প্র‌ক্রিয়া চল‌ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *