January 15, 2025, 10:50 am
ষ্টাফ রিপোর্টারঃ
ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার শতাধিক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে গ্রাম পুলিশদের বিশেষ প্রশিক্ষণ শেষে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবি সামগ্রী তুলে দেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ । উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সাবান।
জেলা পুলিশ সুপারের মহতী উদ্যোগে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করেছেন বলে থানা সুত্রে জানা গেছে। শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। এদিকে উপহার পেয়ে গ্রামপুলিশের কয়েকজন সদস্য জানান- নতুন পাঞ্জাবি পেয়ে খুশিতে আত্মহারা তারা। এ ধরনের উপহার কোনদিন পায়নি তারা।এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।