January 15, 2025, 1:10 pm
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক ড. এস এল থাউসেন। দুপুরে ফুলবাড়ি সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধায় প্রবেশ করেন থাউসেন।
পরিদর্শনকালে বিএসএফের মহাপরিচালক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সীমান্তে দুই দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকবে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে।
উভয় দেশের সীমান্তে হত্যা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ পারাপারসহ বিভিন্ন বিষয়ে বিএসএফ প্রধানের সাথে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয় পরিদর্শনকালে।
এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়েদ হাসান, সহকারি পরিচালক হাচানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিএসএফের মহাপরিচালক বাংলাবান্ধায় প্রবেশ করলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিজিবি ও বিএসএফ পরস্পরকে ফল, মিষ্টি ও ক্রেস্ট প্রদান করেন।