মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো ক্ষেতের মাঠ পরিদর্শনে কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা কৃষি অধিদপ্তর উঠতি বোরোধান গাছে ব্লাস্ট রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পরামর্শ দেয়ার জন্য মাঠে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেন। বিশেষ করে ব্রি-ধান ২৮ ক্ষেতের চাষীকে ব্লাস্ট রোগ প্রতিরোধে পরামর্শ প্রদানে ছুটে যাচ্ছেন কৃষি অফিসারগণ। যাতে করে কৃষকদের কোন প্রকার লোকসান গুনতে না হয়। এ কারণে কৃষকদের আগাম সর্তক বার্তা দিতেই কৃষি অধিদপ্তরের এমন তৎপরতা বলে জানা গেছে। কেন না সময় মত ব্যবস্থা নেয়া হলে এই রোগ সহজেই প্রতিরোধ করা যায়। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি বলেন, যে ব্লাস্ট রোগ একটি ছত্রাকনাশক রোগ। তাই প্রতি মাসে জমিতে নিয়মিত স্প্রে করলে এ রোগ ভাল হয়। এছাড়া তিনি কৃষকদের ব্রিধান ২৮ জাতের পরিবর্তে উন্নত ৮৮ জাতের ধান লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি কৃষকদের যে কোনো সমস্যায় উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে সময় মত যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শনে কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা

Leave a Reply