সুন্দরগঞ্জে ঈদ উপহার বিতরণ করলেন সৈয়দা মাসুদা খাজা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বিগত বছরের ন‍্যায় এবারও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার উপজেলার চন্ডিপুর, কঞ্চিবাড়ী ও শান্তিরাম ইউনিয়নের ৫ শতাধিক গবীর অসহায় ও দুস্থ‍্য মানুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন সৈয়দা মাসুদা খাজার পক্ষে তার সুযোগ‍্য সন্তান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মশিউর রাব্বানী আপেল। এসময় সৈয়দ মশিউর রাব্বানী আপেল বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমার মা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা প্রতি বছরের মত এবছরও নিজ অর্থায়নে সাধ্যমত সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধি হয়ে আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন খাজাকে ২০০১ সালে সুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলেন। তিনি সব সময় সুন্দরগঞ্জের খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন তারই ধারাবাহিকতায় তার যোগ‍্য সহধর্মীনি সৈয়দা মাসুদা খাজা মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এতে উপস্থিল ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান,সাধারন সম্পাদক কেশি বাবু,আওয়ামীলগ নেতা রেজাউল ইসলাম,সানোয়ার হোসেন বকুল,মতিয়ার রহমান,যুবলীগ নেতা স্বপন রাম রায়,শরিফুল ইসলাম লিটন, ছাত্রলীগ নেতা রিপন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *