পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আবুল কাশেমের মরদেহ গাড়িতে তুলছেন পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম পঞ্চগড়ের আহমেদনগর এলাকার হাসান আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ জানায়, সকালে মুহুরিজোত এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহ উদ্ধারের পর থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হচ্ছিল না। পরে পিবিআই সদস্য ও তদন্ত টিম মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করে।

স্থানীয়রা বলছেন, ওই স্থানে সড়কের পাশে ও ওপরে সড়ক ও জনপথের ওজন স্কেল তৈরি করার বালু রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তিকে দেখতে কিছুটা ভারসাম্যহীন মনে হচ্ছে। কারণ, তার শরীরে বেশ কয়েকটি কাপড় পরা ছিল এবং পায়ে কোনো জুতা ছিল না। পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *