পানছড়িতে বৈসাবির বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

মিঠুন সাহা,খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের তিন সম্প্রদায়ের বৈসাবির বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

চাকমা, মারমা ও ত্রিপুরাদের প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে এই তিন সম্প্রদায়ের যৌথ উদ্যোগে খাগড়াছড়ির পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল ২০২৩) পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে রাবার ড্রাম ও শান্তিপুর হয়ে পানছড়ি বাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।পরবর্তীতে ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ে ত্রিপুরা যুবকদের আয়োজনে ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য’ অনুষ্ঠিত হয়।

এই দিকে বৈসুর বর্ণাঢ্য এই র‌্যালী ও পরবর্তী আলোচনা সভায় ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় ও ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, এমপি পিএস খগেন্দ্র ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাবেক সভাপতি মুনিন্দ্র লাল ত্রিপুরা,স্বাগত বক্তব্য রাখেন বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক দেবমিত্র ত্রিপুরা।সদস্য সচিব শিবু জয় ত্রিপুরা।

এই ছাড়া এই সময় উপস্থিত ছিলেন বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সদস্য অপূর্ব ত্রিপুরা,নজর কান্তি ত্রিপুরা,মানজয় ত্রিপুরা,রুকেন ত্রিপুরা,তমল বিকাশ ত্রিপুরা সহ কার্বারী ও ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা বলেন,পাহাড়ে সকলের প্রাণের উৎসব এই বৈসাবি । সকল সম্প্রদায় জাতি ভেদভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পাহাড়ে শান্তি স্থাপনে কাজ করবে বলে তিনি মত প্রকাশ করে সকলকে আনন্দ-উৎসবে মেতে উঠার আহ্বান জানান।

র‌্যালীতে চাকমা,মারমা, ত্রিপুরা ও সাঁওতাল সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় মিলন মেলায় পরিণত হয় আনুষ্ঠানিক স্থল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *