বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ১নং উত্তর চাঁদশী গ্রামের মোতালেব তালুকদারের ছেলে ফেরদৌস তালুকদার তাঁর ব্যক্তিগত উদ্যোগে গৌরনদী- রাজিহার সড়কের মধ্যবর্তী জামিয়া মুহাম্মদিয়া মাজিদীয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ থেকে তাঁর নিজ বাড়ি পর্যন্ত প্রায় ১২শত গজ ইটের রাস্তার ভাঙা খানাখন্দ সংস্কার করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। উল্লেখ্য, ফেরদৌস তালুকদার ২০১২ সালের দিকে দুর্ঘটনায় পায়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। সেই থেকে তাঁর চলার সাথী হুইলচেয়ার। জীবন জীবিকার তাগিদে তিনি তাঁর বাড়ির কাছেই একটি ছোট মুদির দোকান পরিচালনা করেন। দোকান থেকে তাঁর ঘরের দূরত্ব প্রায় ১২শত গজ। এ রাস্তার কিছু অংশ ইট বসানো থাকলেও বাকি অংশ কাঁচামাটির। বর্ষা এলে কাঁচামাটির রাস্তাটুকু প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়, অন্য অংশের ইটের সলিং সরে গিয়ে বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে হুইলচেয়ার উল্টে গিয়ে তিনি মারাত্মক রকমের আহত হন। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত উদ্যোগে অর্থ ধার করে এই রাস্তাটির সংস্কার করেন। ফেরদৌস বলেন, বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে রাস্তাটির ব্যাপারে আবেদন জানিয়ে কোন প্রতিকার পাইনি। আমি আমার অভিভাবক স্থানীয় সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সদয় দৃষ্টি কামনা করছি। এই রাস্তাটুকু পাকা হলে আমার জীবনযাত্রা সহজ হতো। স্থানীয়োরা বলেন, যে কাজ করা উচিত ছিলো জনপ্রতিনিধির ফেরদৌস সেই কাজ করে দৃষ্টান্ত সৃষ্টি করলেন। কিন্তু আসন্ন বর্ষা মৌসুমে রাস্তাটি টিকবে না, আমাদের দাবী রাস্তাটি দ্রুত পাকা করা হোক।

Leave a Reply