চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে; পাইকগাছার পাতড়াবুনিয়া সড়ক; দ্রুত সংষ্কার ও উন্নয়নের দাবী

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছার দুই ইউনিয়নের সীমান্তবর্তী মিনহাজ নদীর ধারের গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণ কাঁচা রয়েছে। কিছু কিছু স্থান পাঁকা ও কার্পেটিং থাকলেও প্যালাসাইটিং ও গাইডওয়াল না থাকায় সড়কের কোথাও কোথাও ভেঙ্গে সরু আইলের ন্যায় হয়ে গেছে। ফলে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ পাতড়াবুনিয়া সড়কটি। সড়কটি দ্রুত সংষ্কার ও উন্নয়ন করার দাবী জানিয়েছে এলাকাবাসী। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্য আর্থসামাজিক ও কৃষি ফসলের জন্য সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়ন অত্যান্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নটি গুরুত্বপূর্ণ হলেও ইউনিয়নটি অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। বিশেষ করে অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদরের সাথে ইউনিয়নের ভালো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। এখনো অনেক এলাকা কাখিত উন্নয়ন থেকে বি ত রয়েছে। বিশেষ করে ইউনিয়নের মিনহাজ বাজার সংলগ্ন পিচের রাস্তার বটতলা থেকে মিনহাজ নদীর ধার দিয়ে বগুড়ারচক-পাতড়াবুনিয়া ও চৌমুহনী হয়ে গজালিয়া চৌ-রাস্তা মোড়ের পাইকগাছা-কয়রার প্রধান সড়কের সাথে যুক্ত হয়ে সরাসরি উপজেলা সদর যাতায়াতের একটি সড়ক রয়েছে। সড়কটির বটতলা থেকে এ্যাডঃ এনামুল হকের বাড়ী পর্যন্ত পাকা। এরপর বগুড়ারচক বাজার পর্যন্ত কার্পেটিং, এরপর আবার মালেক গাজীর বাড়ী পর্যন্ত পাকা। মালেক গাজীর বাড়ী হতে চৌমুহনী বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণ কাঁচা। পাশাপাশি কার্পেটিং করা রাস্তার বেশিরভাগ ইট ভাঙ্গনে নদীতে চলে গেছে। কোথাও কোথাও রাস্তা সরু গলির ন্যায় হয়ে গেছে। ফলে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ সড়কটি। সড়কটির সাথেই রয়েছে বগুলারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়, পাতড়াবুনিয়া দাখিল মাদ্রাসা ও বঙ্গবন্ধু মহিলা দাখিল মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তি রয়েছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অন্তরা মন্ডল, মলিনা মন্ডল ও হাবিবা মুম তাহিনা জানান, এখন শুষ্ক মৌসুম সড়ক দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের আগে সড়কটি সং¯ার করা না গেলে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। বর্ষা মৌসুমে অনেক সময় বই-খাতা নিয়ে নদীতে পড়ে যাওয়ার আশংকা থাকে। এ জন্য জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত উন্নয়ন করা দরকার। পাতড়াবুনিয়া গ্রামের আব্দুর রশিদ তরফদার জানান, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা সবাই ভোটের আগে রাস্তা উন্নয়ন করার আশ^াস দেন। কি ভোটের পর কেউ তাদের কথা রাখে না। ফলে রাস্তা নিয়ে আমাদের দুর্ভোগ কখনো শেষ হয় না। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, অত্র সড়কটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের মধ্য অন্যতম। এই সড়কটি সং¯ার ও উন্নয়ন করা গেলে গড়ইখালী ইউনিয়ন পরিষদের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। সড়কটির উন্নয়নের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান। সড়কটির উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান। সড়কটি যাতে চলাচলের উপযোগী হয় সে ব্যাপারে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। চলাচল বন্ধ হওয়ার আগেই সড়কটি যথাযথ মেরামত ও উন্নয়ন করা হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *