মাদারীপুরের পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ২

আরিফুর রহমান।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালিকাপুর নাওটানা গ্রামে জমি নিয়ে র্পূব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। গত ৯ (এপ্রিল) রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, আব্দুল জব্বার মাদবর (৬৫) মো: আলমগীর মাদবর (৫০) তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, মো: হোচেন মাদবর গংদের সাথে জমি নিয়ে আব্দুল জব্বার মাদবরের সাথে দীর্ঘদিন ধরে জামেলা চলছিল। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করেন তিনি। মামলা নং (১৫৭/২০২৩)। সেই কারনেই হ্মিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে।
এজাহার সুএে জানা যায়, গতকাল উক্ত মামলার সাহ্মি দিয়ে বাড়িতে আসার পথে আনুমানিক বিকাল ৫টার সময় মো: হোচেন মাদবর গংসহ অঙ্গাতনামা ৮/৯ জন মিলে চারপাশ থেকে ঘেরাও করে হাতুরি দিয়া মাথার ওপর আঘাত করলে রক্তাক্ত জখম হয় আলমগীর। তাদের এলোপাথারি হামলায় দুইজন গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত আব্দুল জব্বার মাদবর বলেন, আমাদেরকে হত্যার উদ্দেশ্য এলোপাথারি হামলা করা হয় এবং আমার ভাতিজা আলমগীরের পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় । আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত মো: হোচেন মাদবরের স্এী ও ছেলের বউয়ের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এ বিষয় কিছু জানিনা এখন আপনাদের কাছেই শুনলাম। এমন কিছু ঘটেনাই, আমার শশুর তাবলীগে গেছে।
এ বিষয়ে মাদারীপুুুর সদর মডেল থানার অফিসার ইনচার্য মনোয়ার হোসেন চৌধুরী বলেন, থানায় অভিযোগ করেছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *