নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।

প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁর সমন্বয়কারী ইমরুল কায়েসের আহবানে আয়োজিত এই সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হামিদুল হক, মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজকর্মী মোঃ সামসুল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী রফিকুদ্দৌলা রাব্বি, নারী উদ্যোক্তা পারুল আক্তার এবং বিশেষভাবে আমন্ত্রিত হয়ে পরিবেশবিদ মহিদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় নতুন নতুন সদস্যদের অন্তর্ভুক্তিকরণ এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।#

রওশন আরা শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *