বেতাগী বরগুনা প্রতিনিধি
বরগুনা বেতাগীতে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুস্থ্যদের মাঝে মাঝে ছাগল, অটো রিকসার ব্যাটারী, দোকানের মালামাল এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহামুদা খানম ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও এনসিটিএফ সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।
পরে ২২ জন দুস্থ্যদের মাঝে ছাগল, অটো রিকসার ব্যাটারী, দোকানের মালামাল এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
Leave a Reply