এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে।
জানা গেছে, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্প জিওবি অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে কুড়িগ্রামের ৯টি উপজেলায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ (১০টি পরিবার) প্রকল্পে নলকূপ ৪৫৪টি এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (৩০টি থেকে ৪০টি পরিবার) প্রকল্পে নলকূপ ৩১৬টির কাজ চলমান। অপরদিকে নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের ঠিকাদার আমিনুর ইসলামের মাধ্যমে ১০টি পরিবারের পানি সরবরাহে ৭৪টি নলকূপ এবং মানব সম্পদ গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পে মনির ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৪০টি পরিবারের পানি সরবরাহে ৩৫টি কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর নলকূপ স্থাপন বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী উপজেলার গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে।
নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের উপকারভোগী আলমগীর হোসেন, ভিতরবন্দের মনিরুজ্জামান বাবলু ও কচাকাটার মাইদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত শেষ হলে আমাদের গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করণ সম্ভব হবে এবং জনস্বাস্থ্যর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
ঠিকাদার আমিনুর ইসলাম, মনির ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জেলার জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বিধি মোতাবেক কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর নলকূপ স্থাপন বাস্তবায়ন কাজ চলছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহে জনগণের জনস্বাস্থ্য উন্নয়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিরলসভাবে কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ প্রকল্প প্রসঙ্গে বলেন, কুড়িগ্রামের গ্রামীণ জনস্বাস্থ্য ও মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চ্যালেঞ্জ নিরাপদ পানি সরবরাহ কভারেজ বৃদ্ধিতে আমরা সফল।
Leave a Reply