স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ডা: মো: বাবরুল আলম বলেছেন, এই হাসপাতালে আগে শয্যা সংখ্যা ছিল ১৫০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ১৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী মাস থেকে ৫০০ বেডে রোগী ভর্তির চেষ্ঠা করা হবে। সর্বাধুনিক কিডনী ডায়ালোসিস ও কিডনী প্রতিস্থাপন চালু করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সেবা এগিয়ে নিতে প্রতি শনিবার বিনা মূল্যে কিডনী প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উন্নত দেশে যেভাবে কিডনীর পাথর নিরাময় করা হয় সেভাবেই এখানেও অধুনিক চিকিৎসার মাধ্যমে কিডনীর পাথর নিরাময় করা হবে। না কেটেই পাথর অপসারন করাসহ অন্যান্য অপারেশনও নিশ্চিত করা হবে।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তার সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিসকবৃন্দ, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply