গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, মালিক আহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতিকালে ডাকাতের ছুরিকাঘাতে আহাদ আলী (৪৫) নামে বাড়ীর কেয়ারটেকার নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ীর মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনকে (৬৫) কুপিয়ে আহত করেছে ডাকাতদল।

আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট্ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্তকাজে নেমে পড়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রোববার (০৯ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই বাড়ীতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ রোববার ভোর রাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের স্বসস্ত্র একদল ডাকাত লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের আটকাতে গেলে বাড়ির মালিক শেখ মুরাদ হোসেন ও কেয়ারটেকার আহাদ আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে নগদ টাকা, স্বর্নালংকার ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে কেয়ারটেকার আহাদ আলী নিহত হয় এবং শেখ মুরাদ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাড়ির মালিক কেয়ার টেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। মুরাদ হোসেন প্যারালাইসিস রোগে আক্রান্ত। গত ৩ মাস ধরে তিনি বাড়ীতে অবস্থান করছেন। বাড়ীর গরুর খামার ও অসুস্থ মালিককে কেয়ারটেকার আহাদ আলী দেখাশোনা করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ডাকাতি হয়ে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্তকাজে নেমে পড়েছেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *