ময়মনসিংহে ৬০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক,মোটরসাইকেল জব্দ

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ৬০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে
কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে অভিনব কায়দায় এসব মাদক দ্রব্য নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করেছে।

জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মিনহাজ,এসআই নিরুপম নাগ,এএসআই সুজন সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন কং মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন চেকিংয়ের সময় অত্র থানাধীন চকছত্রপুর গুদারাঘাট অবস্থান করে চেকপোষ্ট করা কালীন সময়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীকে যাওয়ার সময় মোটরসাইকেল দাঁড়ানোর সংকেত দেয়। পরবর্তী তাদের চেক করা হলে বাদল চৌধুরী ওরফে টুন্ডা বাদল (৫৫) রুমা আকার ইতি (২৫), কাছ থেকে ও অভিনব কায়দায় মটর সাইকেলের সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায় এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *