এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ৫ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর বাস্তবায়ন এবং সফল সম্প্রসারণের লক্ষে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন(ভার্সুয়াল্লী) স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোঃ ইনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা জেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। অনুষ্ঠানে প্রকল্পের বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (গবেষক) পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনসালন্টে ডাক্তার ইসরাত শারমিন, পৌরমেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন প্রমূখ।

Leave a Reply