ইউএনওর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় রক্ষায় গাইড ওয়াল নির্মাণ

ময়মনসিংহের তারাকান্দায় সড়কের ভাঙ্গনের ফলে ঝুকিতে থাকা মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে রক্ষায় এগিয়ে আসলেন ইউএনও মিজাবে রহমত। স্কুলের প্রবেশ রাস্তা ভাঙনের হাত থেকে রক্ষায় গাইড ওয়াল নির্মাণ করা হয় বিসকা ইউনিয়ন এর মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এর আগে পরিদর্শনে গেলে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং বিদ্যালয়টির সভাপতি আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিকসহ এলাকাবাসী স্কুলটির সড়কের ভাঙন রোধে এবং স্কুলের নিরাপত্তার স্বার্থে স্কুলের সম্মুখ ভাগের পুকুরে গাইড ওয়াল নির্মাণের জন্য ইউএনও’নিকট জোর দাবি জানান। সেই দাবীর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকতার সাথে কার্যকর ও জাগ্রত করতে শিক্ষা বান্ধব ইউএনও মিজাবে রহমত স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ৮০ ফুট গাইডওয়ালটি নির্মাণ করেন। ফলে স্কুলের সড়কটি ভাঙনের কবল থেকে রক্ষা পেলো, রক্ষা পেলো বিদ্যালয়টি। ইউএনও এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল কমিটি, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ গ্রামবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ ৫ এপ্রিল গাইড ওয়ালের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত, সাথে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব জীবন আরা বেগম, আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভোমিক, শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিসকা এলাকায় দেখা গেছে, সড়কটির অনেক অংশই পাশ্ববর্তী পুকুরে ধসে গেছে। একই সাথে ভাঙ্গনের ফলে
মনোরঞ্জন ভৌমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে ঝুঁকিপুর্ণ হয়ে উঠে।
সিসি ঢালাইয়ে নির্মিত সড়কটি রক্ষায় পুকুরের পাড়ে কোনো ধরনের গাইড ওয়াল নির্মাণ করা হয়নি। সামান্য বাঁশের বেড়া দিয়ে সড়কটি টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও স্কুলটি হয়ে উঠে বেশ ঝুকিপুর্ণ। এলাকাবাসী এব্যাপারে ইউএনও মিজাবে রহমত কে অবগত করলে তিনি গাইড ওয়াল নির্মাণ করে দিয়ে স্কুলটিকে রক্ষায় এগিয়ে আসেন। তার এই মানবিকতায় তিনি এলাকায় মানুষের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *