এস মিজানুল ইসলাম, বানারীপাড়া।। মঙ্গলবার ৪ ডিসেম্বর বানারীপাড়া পৌসভার উত্তরপাড় আশ্রয়ন সংলঘ্ন সন্ধ্যা নদীর চর থেকে আশ্রয়নের লোকজন মাটি কাটলে ওই জমির মালিক দাবিদার উজ্জল বড়াল বাধা দিলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।
এ সামনেই রে লান্ছিত হওয়া উজ্জল বড়াল জানান, ওই চরে ৭একর জমি আমার পূর্বপুরুষ তথা বাব দাদার। সন্ধ্যা নদীর ভাঙ্গনের পর পূর্ব পারে চর পরে। ওই চর সরকার খাস জমি হিসেবে চিন্হিত করে উপজেলা ভূমি অফিস। এর বিরুদ্ধে ডিসি, ইউএনও, সহকারী কমিশনার(ভূমি) সহ ৮ জনকে বিবাদী করে বানারীপাড়ার বিজ্ঞ জজ আদালতে উজ্জ্বল বড়াল মামলা করে এবং এর নোটিশ উপজেলা জেলা কমিশনার ভূমি এবং নির্বাহী অফিসারকে নোটিশ পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে ওই স্থানে মাটি কাটলে তাতে উজ্জল বড়াল বাধা দেয়। এর পরে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেনের সামনেই লোকজন এখান থেকে ইউএনও মাটি কাটার জন্য বলেছে। এ জন্য মাটি কাটছি বলে উজ্জল বড়ালকে এলোপাথাড়ি ভাবে লান্ছিত করে। পরে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যপারে ইউএনও এবং সহকারী কমিশনার ভূমি ফাতিমা আজরিন তন্তী জানান, সে মামলা করেছে উপজেলার বাইশারী ইউনিয়নের কিন্তু দাবী করছে পৌরসভার জমি। ওই জমি ১ নং খাস খতিয়নের।
এদিকে উজ্জল বড়ালের দাবি নদী ভাঙ্গনে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। বাইশারী ইউনিয়নের জমি সন্ধ্যা নদীর পূর্ব পার এলাকায় চর জেগেছে। #
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।।

Leave a Reply