মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় গুরতর আহত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের পটিয়ার সন্তান মুহাম্মদ বদিউল আলমকে দেখতে গেছেন
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতীক।
সোমবার দুপুরে তিনি যুবলীগ নেতা বদিউল আলমকে দেখতে হাসপাতালে যান। এ সময় অসুস্থ সড়ক দুর্ঘটনায় আহত এ যুবলীগ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতীক অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন এবং তার শয্যা পাশে থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও বেশ কিছুক্ষন সময় কাটান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাইফু,
রফিকুল আলম রিজভী রুবেল।
গত ২২ মার্চ সকালে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পটিয়ার সন্তান মুহাম্মদ বদিউল আলম। সেদিন প্রথমে তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল নিউরো সাইন্স হসপিটাল পরে ঢাকা ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করান। এরপর দুইদিন আগে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply