January 15, 2025, 7:40 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় মনোয়ার শিকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সোমবার (০৩ এপ্রিল) বিকালে ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মনোয়ার শিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা ও কাঁচামাল ব্যবসায়ী।
ওসি ফিরোজ আলম জানিয়েছেন, মনোয়ার শিকদার খায়েরহাট এলাকায় ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-ময্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।