January 22, 2025, 7:25 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় হতদরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ও বেকার যুব নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়। ৩ এপ্রিল
সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন ও ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষনের উদোধন করা হয়। জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন এর সভাপতি শান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৈশাখী মেন্ডিজ।
এসময় আরও বক্তব্য রাখেন, মি. নোয়েল গ্রেগবী মেন্ডিজ, চার্জের সম্পাদক মাইকেল বায়েন, সিষ্টার প্রধান ডরথী, জর্জ বেপারী, জন বেনেট রায় ও সেলাই প্রশিক্ষক সন্ধ্যা হালদার প্রমুখ।বৈশাখী ম্যান্ডিজ সেলাই প্রশিক্ষন সেন্টারের নির্বাহী পরিচালক বৈশাখী ম্যান্ডিজ জানান, উপজেলার জোবারপাড় চার্জ অব বাংলাদেশ মিশন ও ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে প্রাথমিক পর্যায়ে ১০ জন করে ২০ জন নারী বিনামূল্যে সেলাই কাজ শিখতে পারবেন।