আশুলিয়ায় আলী নুর পরিবহন ২বাস রেষারেষিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো রাস্তায় আলী নুর পরিবহনের দুইটি বাস রেষারেষিতে সড়ক দুর্ঘটনা ঘটে, এ দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
রবিবার (২এপ্রলি ২০২৩ইং) সকাল ৭ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো হইতে বাইপাইলগামী এক মোটরসাইকেল আরহীর সাথে বাইপাইল হইতে আসা আশুলিয়াগামী আলী নুর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরহী নিহতের নাম মেহেদী হাসান (২৫), নিহত মেহেদী ঢাকা জেলার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মোঃ মাজেদ বাহাদুরের ছেলে, তিনি আশুলিয়ায় ইলেকট্রিশিয়ান এর পেশায় কর্মরত ছিলেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন গণমাধ্যমকে বলেন, রবিবার (২ এপ্রিল ২০২৩ইং) সকাল ০৭.২০ ঘটিকায় আশুলিয়ার জিরাবো হইতে একজন মোটরসাইকেল আরহীর সাথে বাইপাইল হইতে আসা আশুলিয়াগামী আলী নুর পরিবহনের দুটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৭৭৬৫) এবং (ঢাকা মেট্রো ব-১৩-১১৭৩) ধাক্কাধাক্কির কারণে আশুলিয়া থানাধীন জিরাবো বেঙ্গল প্লাস্টিক ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল আরহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উত্তেজিত জনতা উক্ত আলী নুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অফিসার মাসুদ আরও বলেন, বর্তমানে মোটরসাইকেল আরহীর লাশ উদ্ধারের পর মোটরসাইকেলটি ও নিহতের লাশ আশুলিয়া পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে। পুলিশ জানায়, ওই ২টি পুড়ে যাওয়া বাস রেকারের সাহায্যে রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে বলে পুলিশ জানায়।
পথচারি ও এলাকাবাসী জানায়, আলী নুর পরিবহনসহ কিছু গাড়ি অবৈধভাবে চলাচল করছে সড়কে, রেষারেষি করে গাড়ি চালানোর কারণে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে এই রোডে। সচেতন মহলের প্রশ্ন: অবৈধ গাড়িগুলো কোন খুঁটির জোরে চলছে?। আলী নুরসহ কিছু গাড়ি রেষারেষি করে চলে, এর কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *