এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
পটুয়াখালী টু কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধ ঘাট সংলগ্ন ০১/০৪/২০২৩ তারিখ বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় ট্রাক ও নসিমন(টমটম) সংঘর্ষে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলেন, ১) মোঃ মুসা তালুকদার (২৬), পিতা- মোঃ নজরুল তালুকদার, পূর্ব হেতালিয়া, ৩ নং ওয়ার্ড, থানা এবং ০২) মোঃ নাসির সিকদার (৪৫), পিতা-মোঃ সিকান্দার সিকদার, মির্জাগঞ্জ, থানা-মির্জাগঞ্জ, জানাগেছে টমটমটি হেতালিয়া বাধঘাটের দিকে আসার সময় বরিশাল হইতে কুয়াকাটা গামী একটি অজ্ঞাত নামা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা দুইজন ছিটকে নিচে পড়ে আহত হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে বরিশাল পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply