মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
শনিবার সকালে সুন্দরগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে ‘ইচ্ছা’ সংগঠনের আয়োজনে সুন্দরগঞ্জ টু বামনডাঙ্গা রোডের ছাইনতানতলা নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার, সংগঠক আমিনুল ইসলাম, সংগঠক শাহীন মিয়া, লেখক ও সংগঠক আল আমিন মোহ, সংগঠক বকুল মিয়া, শিক্ষার্থী ও সংগঠক রুুুবাই আখতার রাফি, জাহাঙ্গীর আলম, তাজরুল ইসলাম, রবিন, নাফিম প্রামাণিক, আরিফ ইসলাম, রুশান, অন্তর ও অর্ক প্রমুখ।
মানববন্ধনে সুন্দরগঞ্জে সদ্য সংস্কারকৃত রোডগুলোর সংস্কার নিয়ে নিন্দা, ক্ষোভ ও আপত্তি জানায় শিক্ষার্থীরা। তারা জানায়, বর্তমানে সংস্কারকৃত রোডগুলো যাতায়াতে অনিরাপদ, বিড়ম্বনার ও অস্বস্তির। একদিকে যেমন এসব রোডে ঠিক মতো হেটে যাওয়া দুস্কর, তেমনি সাইকেল কিংবা যে কোনো যানবাহনে যাতায়াতও রিস্কি! শুধু তাই নয় সাম্প্রতিক এসব রোডে চাকা পাম্সার ওহ দূর্ঘটনাও বেড়ে গেছে বহুগুণ। রোডগুলোর পরিপূর্ণ সংস্করণ না করায় এরূপ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তাদের দাবি। এমন দশা বদলাতে পুনরায় নিরাপদ সড়ক সংস্করণের দাবি জানায় শিক্ষার্থীরা

Leave a Reply